Skip to content

পাখি প্রেমিক

পাখি প্রেমিক

দোয়েলটা বসে আছে
একটি পাকা বাঁশে, 
উড়ে এসে একটি কাকে
বসলো যে তার পাশে।

দুই পাখিতে হচ্ছে কথা
অনেক বিষয় নিয়ে,
এমন সময় উড়ে এসে
বসলো একটি টিয়ে।

টিয়ে বলে,কি রে দোয়েল
আছে কোন খবর?
গাঁয়ের মোড়ল গেল মরে
দিচ্ছে লোকে কবর।

একটু পরে টিয়ে পাখি
বললো গম্ভীর স্বরে,
লোকটি তো ভাই ছিলো ভালো
মরলো কেমন করে?

কাক পাখিটা আস্তে আস্তে
বললো কিছু কথা,
মোড়ল সাহেব পাখি প্রেমিক
মরে দিল ব্যথা!