আঁকতে পারি মুনির শফিক প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ০৩:২৪ পিএম আঁকতে পারি ফুল আঁকতে পারি বন-বনানী পাহাড় নদী কূল। আঁকতে পারি ফল আঁকতে পারি গাছ-গাছালি পাখ-পাখালির দল। আঁকতে পারি মাঠ আঁকতে পারি দেশের ছবি নীল সবুজের হাট। আঁকতে পারি চাঁদ আঁকতে পারি চাঁদের আলোয় রাসুল মুহাম্মাদ। Share