Skip to content

আঁকতে পারি

আঁকতে পারি

আঁকতে পারি ফুল
আঁকতে পারি বন-বনানী
পাহাড় নদী কূল।

আঁকতে পারি ফল
আঁকতে পারি গাছ-গাছালি
পাখ-পাখালির দল।

আঁকতে পারি মাঠ
আঁকতে পারি দেশের ছবি
নীল সবুজের হাট।

আঁকতে পারি চাঁদ
আঁকতে পারি চাঁদের আলোয়
রাসুল মুহাম্মাদ।