আগমনী বার্তা
ভোরের মৃদু বাতাসে পাখিদের কলতানে
ধূপের গন্ধ ভেসে বেড়াচ্ছে ধরণীর তরে
ঢাকের শব্দ ভেসে আসছে কানের মাঝে
দিনরাত্রি একাকার করে চলছে
মাকে বরণ করার আয়োজন।
কাশবন হাসিতে ফেটে যাচ্ছে রোদেলা দুপুরে
আগমনী বার্তা বইছে মর্ত্যে মায়ের চরণে শব্দে
ধরণী মাঝে বইছে বাতাস এর ঢেউ
মৃদু বাতাসে কাশবনের ফুলগুলো দুলছে
মায়ের চরণের ধুলো পাওয়ার আশায়
অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছে।
অনাহারী পরিবারটাও চায়
মায়ের চরণের আশীর্বাদ ,
ফুটপাতে পড়ে থাকা অনাহারী শিশুটাও
আকাশ পানে তাকিয়ে মায়ের কথা বলছে
চোখ দুটি বন্ধ করে, একমন একচিত্তে।
সকল দুর্দশা দূর করো মা
আমাদের ধরণীর পরে
শান্তি দাও মা
পৃথিবীর প্রত্যেক মানুষের অন্তরে
আশ্বিনের শুভক্ষণে
তোমারি চরণ তলে দিও আশ্রয়।