শারদীয় প্রতিশ্রুতি

হেমন্তের বাতাসে উড়ে যাচ্ছে কাশফুল
তল্পিতল্পা গুটিয়ে ফিরে যাচ্ছে অভিমানী শরৎ
জল রঙে আঁকা শরতের ছবি মুছে দিচ্ছে হিমেল কুয়াশা
পেঁজা তুলো মেঘ উত্তরের হাওয়ায় বিদায়ী কোরাস গায়।
তবুও তুমি এলে না! কেন এলে না?
প্রতীক্ষায় প্রতীক্ষায় শরৎ চলে যায়;
আহা! প্রতিশ্রুত কথা তুমি রাখলে না।
শরৎ যদি চলে যায়- ঝরে যায় কাশ
আক্ষেপের চরাচরে আমার দীর্ঘশ্বাস।