মায়ের আগমন এস ডি সুব্রত প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ০৩:০৪ পিএম পূজো এলেই বাজবে জানি শঙ্খ ঘণ্টা ঢাক মায়ের কাছে পৌঁছবে তখন ভক্তগণের ডাক। ফুলের সাজে দীপের আলো গন্ধ দিবে ধূপ শারদ প্রাতে দেখব মোরা মা জননীর রূপ। মণ্ডপেতে ঘুরব সবাই মিলে দুঃখ সকল ভুলে মনের ভেতর হিংসা বিদ্বেষ যাব সবাই ভুলে। Share