তবুও কিছু নেই
সব আছে তবুও যেনো কিছুই নেই কাছে
পাহাড়, নদী, ঝর্ণা আগের মতোই আছে।
কোকিলের কুহুতান ও ময়না টিয়ার গান
সমুদ্রে ঢেউ আছে তবুও কেনো নিষ্প্রাণ?
শূণ্যতার মাঝে যেনো পরগাছা শূণ্যলতা
ইচ্ছেরা হতে চায় জীবনানন্দের বনলতা।
অতৃপ্ত স্বপ্নগুলো অপূর্ণতার দেয়াল বন্দী
পরিপূর্ণতার ছলে গেঁথেছিনু কতো ফন্দি।
আকাশের নীল আছে বাতাসে শব্দ ভাসে
শহরে কোলাহল আছে দিগন্তে সূর্য হাসে।
তবুও কেনো অস্থিরতা? দৃষ্টি মাঝে বিবর্ণ?
প্রাণপণ প্রচেষ্টায় লিপ্ত, লক্ষ্য হবে যে পূর্ণ।