সুপ্রভাত
দুঃসময়ের দু'চোখ ঝরায় দুখের নহর,
ওই নহরেই ভাসছে সবার সুখের শহর।
লক্ষ লাশের লক্ষ চড়ায় বোধের বহর,
ওই বহরেই শিস দিয়ে যায় প্রাণের লহর।
দুঃসময়ের আঁধার ভেঙ্গে আসছে সকাল,
ওই সকালের হালেই মরণ মানব-আকাল।
নতুন আলোয় পুড়বে তামাম হালের বে-হাল,
নতুন সময় চষবে নতুন লাঙল-জোয়াল।
দুঃসময়ের দুখের ভিটেয় জাগবে ফসল,
পদ্মবিলের জলের ওপর স্বর্ণকমল।
শীত-শহরের পাড়ায় পাড়ায় হাসবে ফাগুন,
সে-ই ফাগুনেই করবে গোসল মনের আগুন।