যুদ্ধ
যুদ্ধ মানে শত্রু খেলা
আগুনে পুড়ে ছাই
কোমল শিশু এতিম হওয়া
শান্তি কোথাও নাই।
যুদ্ধ মানে রক্তঝরা
রঙিন স্বপ্ন নাশ
অনাহারে কান্না করা
আপন জনের লাশ।
যুদ্ধ মানে টাকা নষ্ট
নষ্ট দেশের ধন
বাস্তুভিটা গুড়িয়ে দেওয়া
নষ্ট সবুজ বন।
থামাও যুদ্ধ থামাও হিংসে
সবাই মানুষ ভাই
বিভেদ ভুলে একই সাথে
সাম্যের গীতি গাই।