হে মানব
আর কতটা নীচে নামবি তুই হে মানব
লজ্জায় আজ মাথা নত করছে দানব।
নিজের নাক কেটে করছিস যাত্রা ভঙ্গ?
বিসর্জিত বিবেকে নিয়েছিস অসৎ সঙ্গ?
বিশ্ব মানবতা আজ অতলে নিমজ্জিত
অন্দরে অন্ধকার, উপরে হও সজ্জিত?
রঙ্গমঞ্চে লীলা-লাস্যে বিমোহিত সমাজ
ধ্বংস মনুষ্যত্ব, উবে গেছে সকল লাজ?
প্রেমিকার সম্ভ্রমের বিনিময়ে প্রতিশোধ?
নির্বোধ হে মানব এভাবে মিটাও ক্রোধ?
অন্ধত্ব, উন্মাদনায় ভ্রান্ত পথে তুমি নারী
প্রশ্নবোধকে সতীত্ব তুলছো যমের বাড়ি?
সাবধান হও ইজ্জত বাঁচাও মনুষ্য জাতি
ধর্ম কর্মে লিপ্ত হয়ে শান্ত হও দ্রুত অতি।