পুঁটি ও ট্যাংরা কান্ড
ভিড় কেন রে পুঁটির ঘরে
কিসের এতো কান্না
শূন্য পাতিল চুলার ওপর
হয়নি ক' আজ রান্না।
পুঁটির ছেলে কি করেছে
কেন গেল জেলে
দু'দিন ধরে গুম আছে রে
ট্যাংরা মাছের ছেলে।
তিন দিনের দিন বোয়াল মশাই
এলো ট্যাংরার বাড়ি
ডোবার জলে পাওয়া গেছে
ট্যাংরার ছেলের দাঁড়ি।