রূপসী কন্যা
সবুজ পাতার উপর শরতের শিশির
বিকিরিত আলো কি অপরূপ সুন্দর
ঝিকিমিকি করে খেলা পাতায় পাতায়
বৃক্ষলতায় সুশোভিত প্রান্তর
নৃত্য করে চলে পাতারা সব সুর তুলে দু'তারায়।
নীলাকাশ দেখি ফোটা ফোটা শিশিরের ভিতর
দেখি হাজারো ছবি প্রতিচ্ছবি মেলা
খাল-বিল, নদী, পুকুর, বন, রূপসী বাংলার।
ফুটন্ত শাপলার হাসি প্রাণে দেয় দোলা।
সকালের স্নিগ্ধ কোমল ছায়া তোমার
নির্মল বাতাস জুড়িয়ে দেয় প্রাণ।
ওই বাঁশ-বাগানের পাতার ফাঁকে লুকিয়ে
পাখির কিচিরমিচির ডাকে পাই সুখের ঘ্রাণ।
ভেবে ভেবে থমকে দাঁড়াই
এতো সুন্দর, এতো আকুলতা, এত আবেদন
সবুজ মাঠে সবুজ ঘাসে তুলতুলে বিছানা
কি যে মায়া বাংলার প্রকৃতির! ভীষণ টান।
ডানা মেলে নীল আকাশ পানে
উড়ছে পাখি ঝাঁকে ঝাঁক
মুখরিত গানে গানে বাংলা তোমার বুক
দাও ছায়া মায়া আরও কত কি! আনন্দ ছড়িয়ে সব শোভা পাক।
তুমি উদার আশ্রয়
দাও খাদ্য যোগান
দাও ছায়া মায়া আরও কত কি!
বললে শেষ হবেনা, রবে অপূর্ণ।
বাংলা তুমি রূপসী কন্যা
তুমি নদী, তুমি বন, তুমি স্বর্গের সুখ
তোমার শরীর রূপের ঝিলিক
তুমি স্বপ্নলোকে উজ্জ্বলতায় রঙ্গিন মুখ।