আগুনফুল ও পিপীলিকা কাব্য

আগুনের ধর্মই হচ্ছে পোড়ানো
ক্ষুদ্রতর স্ফুলিঙ্গ অথবা দাবানল- যাই হোক
আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ছাই করে ছুটে চলা ধূসর পথ।
যেমন গত পরশু আগুনে পুড়ে গেছে উত্তরের সবুজ বন
গতকাল আগুনে ছাই হয়ে গেছে দক্ষিণের পাহাড় ও মেঘ
তারপর একে একে ছাই হয়ে গেছে সুগন্ধি ফুল, সুখ-পাখি,
সম্ভাবনার রংধনু, উর্বর জমিন, ধানের গোলা,
মেহেদি পাতায় রাঙানো যুগল হাত, প্রেমিক বা প্রেমিকার বাল্য মন।
আগুনের লকলকে শিখা হয়ে তুমি আমার সামনে আসো
আর আমিও পিপীলিকার মত তোমার দিকে এগিয়ে যাই
আগুনফুল ভেবে তোমাকে জাপটে ধরি, ফুলের সুবাস পাই
অতঃপর তোমার বুকের আগুন-স্রোতে আমি বিলীন হয়ে যাই!