একটি ছড়া
একটি ছড়া খুন হয়েছে
গভীর রাতের আড়ালে
একটি ছড়া খুব অসহায়
তাইতো মেরে তাড়ালে।
একটি ছড়া নির্বাক হয়ে
একলা কাঁদে ভাগাড়ে
কাটা গায়ে নুনের ছিটা
বিষ ক্ষত আর দাগা রে।
একটি ছড়া খরার মতো
চক্ষু মেলে আকাশে
মেঘের কোলে বৃষ্টি তো নাই
মুখটি হলো ফ্যাকাসে।
একটি ছড়া আশায় আছে
বুক ফুলিয়ে গাইবে গান
সেই গানেতে আমজনতা
খুঁজে পাবে সুখের তান।