Skip to content

স্রোতস্বতী

স্রোতস্বতী

পরোপকারী স্রোতস্বতী
তোমারি বুকেতে বইছে জলরাশি
উড়ছে পাল, চড়ছে দিবানিশি। 

 

বাইছে তরী, ধরছে মাছ
তাদের নাইকো সন্ধ্যা-সাজ
যাদের হাতে আছে কারসাজি
ওরাই তো নীল দরিয়ার মাঝি।

 

তোমারি অচিরেই করছে অনেক খেলা
তোমাকে ঘিরেই জেলের সারা বেলা
দু'একটা পেলে, তাদের পেট চলে
তাই পাবার আশায়, ছুটে চলে সকলে।

 

তোমারি বুকেতে চলে বহু যান
তোমারি গভীরেই যায় বহু প্রাণ
স্টিমার, ট্রলার আছে বহু জাতি
তুমিই যে পরোপকারী, ওগো স্রোতস্বতী।