এই শহর আহমাদ কাউসার প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২০ পিএম এই শহরের অলিগলি আমার অনেক চেনা অন্ধকারে আদর সোহাগ হয় যে বেচা-কেনা। ক্ষুধার জ্বালায় কাঁদে মানুষ কাঁদে অনেক শিশু আস্তা-কুড়ে পচা বাসি পায় রে যদি কিছু। কারোর আছে টাকার পাহাড় কেউ বা আবার খালি অবুজ শিশু পথে ঘুমায় কে তার মালি? Share