স্রোতের সাথে
নদীর পানি বাড়তে থাকে
বর্ষা এলে দেশে,
স্রোতের সাথে সব ভেসে যায়
কিছুই থাকেনা শেষে !
ভিটেমাটি আর দালানকোঠা
স্রোতের কাছে হেরে যায় সব,
বৃদ্ধ কৃষকের চোখের পানি
কিভাবে সহ্য করে মোর রব ?
নদীর অহংকার আর গভীরতায়
বিলীন হয়ে যায় অসহায়ের সুখ,
চিরকাল শুধু তাদের বুকে
টিকে থাকে অনন্ত দুখ !