Skip to content

স্বপ্নে দেখি

স্বপ্নে দেখি

মেঘের ভেলায় দুপুর বেলায় 
উড়ছি আকাশ পানে,
অতিষ্ঠ আজ খুব হয়েছি
বজ্রপাতের গানে।

 

মেঘ থেকে হয় বৃষ্টি ফোটা
টাপুর টুপুর ঝরে,
মেঘের ভেলার রূপান্তরে
গেলাম শেষে পড়ে।

 

পাখির মতো নেইকো ডানা
হাত পা শুধুই নাড়ি,
ফেরির কাকু যাচ্ছে এদিক
পড়লাম উপর তারই।