Skip to content

নিয়তি

ব্যস্ততার জাল ছিঁড়ে যখন ঘুমাতে যাই খাটে
তোমার রেস্তোরা চোখ আমাকে ইশারা করে ডাকে।
আমি ফিরে চাই পিছু, তোমার বিগতদিন মাঠে
খেলা করে আদিমতা আর হাওয়া প্রচ্ছদ আঁকে।

 

কার্তিকের কাঁচাধান চেয়ে দেখি তোমার পিরানে
যুবতী সুখের মতো প্রিয় আর কিছু হতে পারে?
অঘ্রাণ আসার আগে কে-বা বল হাত দিবে ধানে?
আশার কাস্তে হাতে ছুটে গেছি তবু বারেবারে।

 

নিয়তি এমনি হয় যা পাওয়ার তা থাকে দূরে
যা দূরের তাই থাকে সিঁথানের ঠিক পাশে।
পাকাধান না কেটেই আমি চেয়েছি কোকিল সুরে
বসন্ত ফুলের ঘ্রাণ। কৃষ্ণচূড়া বসন্তের আশে

বসে থেকে জমে গেছি হিম হিম পৌষের বাতাসে
মাঘ এসে নিয়ে গেছে মেরুর বরফ ভেজা ঘাসে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ