ভুতের ভয়
অগণিত গাছে ভরা সারা তল্লাট
এইখানে বসে রোজ পাখিদের হাট।
গাছের আগায় ডাকে পেঁচা মিহি সুরে
ভয়ানক সুর শুনে মাথা যায় ঘুরে।
দিনের বেলায় ঘুরে ভুতেদের ছাও
মাঝরাতে শেয়ালেরা করে হাউকাউ।
পথচারী মানুষের গায়ে দেয় কাটা
ভুতদের ছানাপোনা মারে নাকি চাটা!
লাফ দিয়ে ঘাড়ে এসে চড়ে বসে কারা
এই নিয়ে গ্রামবাসী ভারী দিশেহারা!
শেষে জানা গেল এটা বাদুড়ের কাজ!
লোকালয়ে করে না তো ভুতেরা বিরাজ।