মোনাজাত আহমাদ কাউসার প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৫ পিএম আমি পাপী আমি তাপী তুলেছি দুই হাত রহম কর প্রভু তুমি করি মোনাজাত। তোমার পথে চালাও আমায় এইতো ফরিয়াদ সমাজ থেকে তুলে নাও হে সব হিংসে বিবাদ। তুমি ছাড়া কে আমারে দেবে প্রশান্তি? জীবন থেকে মুছে দাও হে সকল ভুলভ্রান্তি। Share