রাসায়নিক ত্রিকোণমিতি
আমি তোমার রসায়ন
আপন মনে বুঝতে চাই,
প্লুটোনিয়ামের দহনে নাকি
আমায় ঝলসে করো ক্ষয়।
শুধুই যে রসায়ন,তা কিন্তু নয়!
কারুকাজের মাঝেমাঝে
ত্রিকোণমিতি রাখতে চাই,
কারণে কিংবা অকারণে
তোমায় আমি আঁকতে চাই।
তোমার মনের গভীরতা জানতে,
ফ্যাদোমিটার কি যথেষ্ট নয়?
বাংলা-ইংরেজি নাই বা জানলাম
অর্থনীতির নীতি চাই!
তোমার বাবা সৎ সাহসী,
নাকি কালো টাকা করে আয়?
ইতিহাস একটু বুঝিয়ে বলো
আমি মোটেও ছোট্ট নই,
অনেক লিখেছি প্রেমপত্রর
পড়েছি অনেক করুণ বই।
তোমার সমাজ,তোমার বিজ্ঞান
জানা আজ বাকি থাক,
সময় করে জেনে নেবো
হাতে রেখে তোমার হাত।