অনন্য কবি
বিদ্রোহী তুমি, ধূমকেতু তুমি
তুমি যে জাতীয় কবি,
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
এনেছো স্বাধীন রবি।
সাম্প্রদায়িক শক্তিকে ঠেলে
আঁধার করেছো দূর,
সাম্যবাদের জয়গান গেয়ে
এনেছো ভুবনে নূর।
অগ্নিবীণার সুরে সুরে তুমি
হটিয়েছো অন্যায়,
সারাটি জীবন ভাসিয়ে দিয়েছো
প্রণয়ের বন্যায়।
মহাবীর তুমি, কাণ্ডারি তুমি
তুমি যে অগ্নিশিখা,
তোমার কলমে হয়েছে অনেক
কবিতা ও গান লিখা।
তোমার তুলনা হয় না কখনো
তুমি অনন্য কবি,
সাহিত্যাকাশে চির দুর্দম
জ্বলজ্বলে এক রবি।