Skip to content

ওদু মিয়া

ওদু মিয়া

ওদু মিয়ার গগজ চোখে
মধু কথা মুখে
টাঠপাঠ পোশাক তার
ধান্দাবাজি কর্ম যার।
মামা চাচা বড় কর্মচারী
মিথ্যে কথায় বাহাদুরি।

 

অফিস পাড়ায় ঘুরে ঘুরে
ফায়দা লুটে তদবিরে,
মক্কেল যদি পায় 
ডানে বামে চায়
দর কষাকষি তড়িগড়ি
ওদু মিয়ার পকেট হয় ভারী।

কতজন ঠকে বিশ্বাসে!
মিষ্টি কথার আশ্বাসে।

 

যুগে যুগে শত ওদু মিয়া
মানুষ ঠকিয়া
দিব্যি চলে বুক ফুলিয়া
হায়রে দুনিয়া!