শরৎ আসে
শরৎ আসে নীল আকাশে
নিয়ে মেঘের ভেলা
চাঁদের আলো পানির সাথে
খেলে লুকোচুরি খেলা ।
শাপলা শালুক ফোটে বিলে
কৃষক টানে ধরে
হঠাৎ করে মাঝ আকাশে
মেঘ গুড়গুড় করে ।
কেয়া, কেতকী, শিউলি, কদম
আরও কত ফুল !
নদীর পানি উথলে পড়ে
ছাপিয়ে দু'কুল।
খালে বিলে পেয়ে পানি
দুষ্টু ছেলে দল
সকাল বিকাল সাঁতার কাটে
খুশিতে মশগুল ।
শরৎ কালে ধানের গোছা
নেতিয়ে পড়ে জলে
শরৎ এলে রোদ বৃষ্টির
গোপন খেলা চলে।