শরৎ এলো
সাদা মেঘের পালকি চড়ে
আসে শরৎকাল,
প্রকৃতিতে নীলের ছোঁয়া
যেন মায়াজাল!
নদীর ধারে কাশফুলেরা
নাচে হেলে-দুলে,
টুনটুনিরা বাসা বাঁধে
ভ্রমর বসে ফুলে।
পেঁজা তুলো মেঘের সাথে
আকাশ পাতে সই,
শরৎ এলো শরৎ এলো
খুশিতে হইচই।
রফিকুল নাজিম প্রকাশ:
সাদা মেঘের পালকি চড়ে
আসে শরৎকাল,
প্রকৃতিতে নীলের ছোঁয়া
যেন মায়াজাল!
নদীর ধারে কাশফুলেরা
নাচে হেলে-দুলে,
টুনটুনিরা বাসা বাঁধে
ভ্রমর বসে ফুলে।
পেঁজা তুলো মেঘের সাথে
আকাশ পাতে সই,
শরৎ এলো শরৎ এলো
খুশিতে হইচই।