Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শরৎ এলো

সাদা মেঘের পালকি চড়ে
আসে শরৎকাল, 
প্রকৃতিতে নীলের ছোঁয়া 
যেন মায়াজাল! 

 

নদীর ধারে কাশফুলেরা
নাচে হেলে-দুলে,
টুনটুনিরা বাসা বাঁধে
ভ্রমর বসে ফুলে।

 

পেঁজা তুলো মেঘের সাথে
আকাশ পাতে সই,
শরৎ এলো শরৎ এলো
খুশিতে হইচই। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ