মুজিব তুমি
মুজিব তুমি বিদ্রোহ
মানবতার স্লোগান,
মুজিব তুমি উদীপ্ত
জ্বালাময়ী সেই গান।
মুজিব তুমি সত্যপথ
বাঙালি সত্তার প্রাণ,
মুজিব তুমি বাঁধনহারা
পথিকের গুণগান।
মুজিব তুমি অংশুমালী
পশ্চিমা দিগন্তে,
মুজিব তুমি বাংলাদেশ
প্রারম্ভ অন্তে।
মুজিব তুমি ছায়াবৃত
সম্মান চাষাভুষার,
মুজিব তুমি আত্মত্যাগ
মোদের আলো দিশার।
মুজিব তুমি আমোদ
হানাদারের বিপক্ষে,
মুজিব তুমি লালঝাণ্ডা
অশ্রু ঝরা চোখে।
মুজিব তুমি একাত্তর
বাহান্নর সমাপন,
মুজিব তুমি বীরবেশ
স্বস্তির আলাপন।