আহ্বান
পুব আকাশে সূর্য দিয়েছে উঁকি
ঘুম থেকে জেগে উঠো তাড়াতাড়ি
করো নাকো আর কেউ দেরি।
ধর্ষক আর দুর্নীতিতে ভরে গেছে দেশটা
ভেঙে গুঁড়িয়ে দেব তাদের সব চেষ্টা।
জাগো জেগে, জেগে উঠো
এমন সুযোগ আসবে না আর।
একাত্তরের মতো গর্জে উঠো
আরও একবার।
এখনো থাকো যদি তুমি ঘুমিয়ে
দেশটা চলে যাবে
ধর্ষক আর দুর্নীতিবাজদের দখলে।
যদি একাত্তরের চেতনা ধারণ করো বুকে
তবে নেমে আসো প্রতিবাদের ময়দানে।
আর করো নাকো কেউ দেরি
জেগে উঠো খুব তাড়াতাড়ি।
আর যদি তাদের না দেই ছাড়
অপকর্ম করার সাহস পাবে নাকো আর।
প্রত্যেকে মোরা প্রত্যেকের স্থানে থেকে সৎ
দেশ থেকে মোরা করব দূর
সকল দুর্নীতি আর ধর্ষক।