Skip to content

তোর প্রতি 

তোর প্রতি 

আমি শুধু পথের ধুলোয় বিস্তার লাভ করেছি প্রতিদিন,
আমি ভালোবেসে গিয়েছি, এগিয়েছি, 
অপেক্ষার প্রহর গুনেছি,
ইচ্ছা  বা অনিচ্ছায়, 
আমি সময়ে-অসময়ে তোকেই চেয়েছি

 

আমার ডানপিটে স্বপ্নগুলোকে 
বাষ্পের মত করে উড়িয়েছি তোর নীলিমায় 
আমি প্রাণভরে বাঁচার আশায় 
এগিয়েছি দীর্ঘপথ তোর নেশায় 

 

আমি জীবনের কোলাহল দূর করে, 
তোর নির্জনতায় ভরে কাটিয়েছি দীর্ঘ শতাব্দি।
জীবন নায়ে একমাত্র যাত্রী করে 
পাড়ি দিয়েছি সাতশত রক্ত জবার রাঙা বিল।

আমার নিত্য পথের সঙ্গী, 
আমার যাপীত জীবন ভঙ্গী
আমার সূক্ষ্মতর নিঃশ্বাস,

আমার নিজের চেয়েও বিশ্বাস
আমার হৃদ কথন এর ছোঁয়া,
আমার অন্তরালের খেয়া,
সবকিছুতেই তুই, তোর ইচ্ছা।

 

তুই ছাড়া এখন আমার দীর্ঘ রাত, 
আজও আমি হারিয়েছি আমার তোর মাঝে প্রতিদিন,
আজ নিজে অবশিষ্ট আছে কিনা প্রশ্নবিদ্ধ আমি
আমার অনেক ঋণ।