মানচিত্রে আঁকা মুখ
লাল-সবুজের যেই পতাকা
নীল আকাশে হাসে,
সেই পতাকার জমিনজুড়ে
তোমার ছবিই ভাসে।
ন
গাছের ফুলে-ফলে,
উর্বরা ওই মাঠের ফসল
তোমার কথাই বলে।
দেশের মাটি, আলো-হাওয়া
তোমার ছোঁয়া মাখা,
বঙ্গবন্ধু মুখটি তোমার
মানচিত্রেই আঁকা।
বিল্লাল মাহমুদ মানিক প্রকাশ:
লাল-সবুজের যেই পতাকা
নীল আকাশে হাসে,
সেই পতাকার জমিনজুড়ে
তোমার ছবিই ভাসে।
ন
গাছের ফুলে-ফলে,
উর্বরা ওই মাঠের ফসল
তোমার কথাই বলে।
দেশের মাটি, আলো-হাওয়া
তোমার ছোঁয়া মাখা,
বঙ্গবন্ধু মুখটি তোমার
মানচিত্রেই আঁকা।