Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মানচিত্রে আঁকা মুখ

লাল-সবুজের যেই পতাকা
নীল আকাশে হাসে,
সেই পতাকার জমিনজুড়ে
তোমার ছবিই ভাসে।

 


গাছের ফুলে-ফলে,
উর্বরা ওই মাঠের ফসল
তোমার কথাই বলে।

 

দেশের মাটি, আলো-হাওয়া
তোমার ছোঁয়া মাখা,
বঙ্গবন্ধু মুখটি তোমার
মানচিত্রেই আঁকা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ