Skip to content

অমর বঙ্গবন্ধু 

অমর বঙ্গবন্ধু 

নীতি ভরা বিবেক ছিল 
তেজে ভরা দেহ
হৃদয় যে তার ছিল ভরা 
ভালবাসা স্নেহ।

 

কণ্ঠে ছিল বজ্র নিনাদ 
চোখে মায়ার জল 
বুক ভরা তার সাহস ছিল 
সততা যার বল।

 

পরের সুখে সুখী হতেন
পরের দুঃখে দুঃখী 
নিজের সকল বিলিয়ে দিয়ে 
জগৎ করতেন সুখী।

 

একাত্তরে জন্ম দিলেন 
সোনার বাংলাদেশ 
পঁচাত্তরের আগস্ট মাসে 
জীবন হল শেষ।

 

সবাই তারে ভালবেসে 
বানায় মাথার তাজ
অমর হয়ে বঙ্গবন্ধু 
আছেন সবার মাঝ।