পৃথিবী হোক সুন্দর
হৃদয়ের জানালাটা দাও তুমি খুলে
হিংসা, বিদ্বেষ সব ভেদাভেদ ভুলে।
আপনাকে বিলিয়ে দেই চলো সবার তরে,
পৃথিবীটা হোক সুন্দর নতুন দিনের ভোরে।
আমাদের মিলনটা হোক মনে মনে,
মনুষ্যত্ব ছড়িয়ে দাও তুমি ক্ষণে ক্ষণে।
বিপর্যস্ত আজ মানুষের জীবন ও জীবিকা,
ত্যাগের মহানুভবতায় রেখে যাও ভূমিকা।
ত্যাগের আদর্শ চর্চার এই তো সময়,
নিজেকে নিয়ে শুধু হয়ো না তন্ময়।
যতই বিধিনিষেধ থাকুক শারীরিক দূরত্বের,
ভালোবেসে বাড়াতে পারি মানবিকতার পুরুত্বের।
সুন্দর হোক উৎসব, সুন্দর হোক ধরা,
সবাইকে নিয়ে চলো বাঁচি, যারা রয়েছে আধমরা।