নাঙ্গেলী
বুকের স্তন কেটে দাও নাঙ্গেলী
দাও কর
যত বড় স্তন, তত বেশি কর
পাতায় সাজানো আধফালি চাঁদ
নারী মাংস নেশায় যারা উন্মাদ, তাদের তরে
দাও ঘৃণা,প্রতিবাদ আর বিষ ভরে
ঢাকো ঢাকো সমাজ, অধরা
তবুও তোমায় ধরাশায়ী, উন্মুক্ত রাখতে হবে বুক
নির্লজ্জ বেহায়া পুরুষ
যাতে দেখে দেখে আনন্দ পায়
তোমার কথা ভেবে, উত্তিষ্ঠত জাগ্রত কামাতুর তৃষ্ণা মেটায়
যখন তখন এসে, বুকে দিতে পারে হাত
গলা টিপে মারার মতো,টিপে টিপে মেরে ফেলতে পারে তোমায়
তোমার উচ্চ জাত নাই
তোমার গো-ব্রাহ্মণ্যবাদী মন্ত্র নাই
স্তন ঢেকে রাখার অপরাধে বর্বর সমাজে
কর দিতে হয় তাই
শৈশবে মাতৃদুগ্ধ, বুঝি তারা পান করেনি!