স্মৃতির ব্যাংক
ক্রমে সমৃদ্ধ সঞ্চিত স্মৃতির ব্যাংক
কত রকমের অতীতের বসবাস।
মুনাফা বিহীন স্মৃতির গাদাগাদি
ভিড় ঠেলে বেড়োনোর প্রাণান্ত প্রচেষ্টা।
চাপা পড়ে কেউ, রসালোর স্থান শীর্ষে
দগদগে ক্ষতে প্রলেপ লেপে কিছু।
সময়ের সমুদ্রে সখ্যতা গড়ে কেউ
জীর্ণরা অন্তরালে দিনানিপাত করে।
সদ্য ভূমিষ্ট স্মৃতি তরতাজা দুরন্ত
মাঝে মাঝে পাশ বইটা খুললে হাসে।
শীর্ষ শিখড়ে আরোহন সুখস্মৃতির
রোমন্থন স্মৃতির পুরোনো অ্যাকাউন্ট।
ধুলোর ধূসর আস্তরণে তা বিবর্ণ
সাফাই শেষে জীর্ণতা ভুলে তারা হাসে।