Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আমাকে ঘাটাঘাটি করো না 

আমাকে ঘাটাঘাটি করো না 
আমাকে ঘাঁটতে গেলে আঁতকে উঠবে তুমি
ভেবাচেকা খাবে, ভীমড়ি খাবে
বেদনার ভাগাড়ে হোঁচট খাবে ধপাস ধপাস।

 

আমাকে ঘাঁটলে কলঙ্ক রটে যাবে চাঁদে
আমাকে ঘাটাঘাটি করলে শুদ্ধতম বাতাস দূষিত হবে
টলটলে স্বচ্ছ জল দূষিত হবে 
তোমার পবিত্র পলল মাটিও দূষিত হবে।

 

আমাকে খুঁটলে তোমার প্রত্যাশিত কিছুই পাবে না অবশিষ্ট 
ঋণগ্রস্ত দেউলিয়া বণিক আমি,
মিথ্যার চরাচরে একটা শবদেহ টেনে নিয়ে যাচ্ছি নিরন্তর  
আমাকে তুমি ঘাটাঘাটি করো না।

 

আমাকে ঘাঁটলে কেবলই ক্ষয়ে যাওয়া এক ইতিহাস দেখবে
ইতিহাস বিকৃতির সনদপত্রও বিকৃত হয়ে গেছে সেই কবে
ইতিহাসের পাতা থেকে উবে গেছে কালো অক্ষর
অথচ এখানে কখনো কোনো মায়া ছিল না; 
প্রেমহীন দীঘল ছায়াপথ হেঁটে গেছে একজন ভুল প্রেমিক!

 

আমাকে ঘাটাঘাটি করো না 
আমাকে ঘাঁটলে উৎকট দুর্গন্ধে তোমার দম আটকে আসবে,
পালানোর পথ তুমি খুঁজে পাবে না আর।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ