গরম
কাঠফাটা রোদ্দুরে
ঘরে ঠেকা দায়,
গরমের যাতাকলে
প্রাণ বুঝি যায়!
নড়ে না গাছের পাতা
বৃষ্টিও নেই,
প্রকৃতিতে প্রাণ নেই
আছে থমকেই।
পশু পাখি গাছপালা
সৃষ্টির সব,
আকাশের পানে চেয়ে
করে কলরব!
ঢালো প্রভু দয়াময়
রহমের ধারা,
মৃতপ্রায় জনপদ
হোক মাতোয়ারা!