Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টি ঝরে 

বৃষ্টি ঝরে ঘরের চালে
বৃষ্টি ঝরে কদম ডালে
বৃষ্টি পড়ে ঝরঝর,
বৃষ্টি ঝরে নদীর ঘাটে
বৃষ্টি ঝরে খেলার মাঠে
ধুপ্পুড়ধাপ্পুড় পড়পড়্।

 

বৃষ্টি ঝরে উদোম গাঁয়ে
বৃষ্টি ঝরে মাঝির নায়ে
বৃষ্টি ঝরে টুপটাপ,
বৃষ্টি ঝরে দূরের বনে
বৃষ্টি ঝরে মেঘলা মনে
বৃষ্টি ঝরে ধুপধাপ। 

 

বৃষ্টি ঝরে পাহাড় চূড়ায়
তপ্ত মাটির শরীর জুড়ায়
বৃষ্টি ঝরে রিমঝিম,
বৃষ্টি ঝরে মনের ঘরে
বন্ধু তোমায় মনে পড়ে
স্মৃতি জ্বলে টিমটিম।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ