Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তুমি মহান

ধন্য তোমায় ধন্য প্রভু
ধন্য তোমায় ধন্য,
যা পেয়েছি এ জীবনে 
সবই তোমার জন্য।

 

নদীনালা ফুল বাহারী 
অপুর্ব এই সৃষ্টি,
তোমার গড়া মহাবিশ্ব 
দেখে জুড়ায় দৃষ্টি।

 

তুমি মহান ওগো প্রভু
শ্রেষ্ঠ তোমার লিলা,
ভালোবেসে এ জগতে 
কতকিছুই দিলা। 

 

তুমি আছো সুখে-দুখে
সর্বজনের মনে,
ইবাদতে ডাকি তোমায়
পবিত্রতার সনে।

 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ