Skip to content

মানবিক

মানবিক

কত্ত কি যে কই
হয় না মানানসই,
দুর্নীতির ওই ভূত কীভাবে
আমরা তাড়াবোই!

 

সরিষাতে ভূত
থাকলে গোঁড়ায় খুঁত,
দূর হবে না আবর্জনা
আসলেও দেবদূত।

 

নিজে হলে ঠিক
জানবে চতুর্দিক,
তা না হলে আমরা হবো
ক্যামনে মানবিক।