ঈদ মানে
ঈদ মানে সকলেই ভাগ করা সুখ
ঈদ আনন্দ সবে করি উপভোগ।
ঈদ মানে একা একা নয় ভুরিভোজ
অনাহারী বাসি মুখে থেকে যাবে রোজ!
ঈদ মানে জামা জুতো নয় একা পরা
দিও তারে যার দুখ দেনা আছে জরা।
ঈদ মানে নয় শুধু একা হাসি গান
ঈদ সব জনমনে খুশি অফুরান।
ঈদ মানে আর্তের হাসিমাখা মুখ
ভালোবাসা পেতে আহা কি যে উন্মুখ!