Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ছায়াচিত্র

অন্ধকারে মানচিত্রের শীতলপাটি ক্রমশ গুটিয়ে আসছে
হিমশীতল শরীরটি ঘিরে, থরথর করে কাঁপছে
যেভাবে তুমুল ঝড়ে ডিমগুলিকে আঁকড়ে থাকে পিঁপড়ে
আর নিচ থেকে উঠে আসে শত শত আদিবাসী মানুষের মুখ

 

শাসকের মুখোশের সামনে
যাদের অধিকার রক্ষায় আপনি সাক্ষাৎ একটি শাল তরু
কিন্তু দুপায়ে শেকল, থরথর করে ডালপালা কাঁপছে
শেকড়ের মতো একটা স্ট্র পর্যন্ত আপনার হাতে নেই

 

বিষ ঝরানো শহরে গলা বেয়ে নামলো না দুফোটা জল
এভাবে শুকিয়ে মরে যেতে হল ! 
শুধুমাত্র সুজলা সুফলা শস্য শ্যামলা একটি ভূমির স্বপ্ন-সন্দর্শনে

 

হায় বিচারের বাণী !
কেওনঝড়ের বিশপ, চারপাশে ঝরে পড়া জোনাকির মৃতদেহ
পোড়া মাটির ইতিহাসে, কি নিষ্ঠুর সন্ত্রাস !
আজ রাষ্ট্রীয় কারাগারে আপনাকে হত্যা করা হল ফাদার স্ট্যান স্বামী

 

আমাদের ক্ষমা করবেন
সুসজ্জিত গণতন্ত্রের এ লজ্জা লুকোবো কোথায় ?

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ