Skip to content

হাসাহাসি 

হাসাহাসি 

হাসির অনেক কারণ থাকে
আছে অনেক প্রকার
মন খারাপে হাসবো চলো
আমি হাসির হকার। 

 

অট্টহাসি হাসে লোকে
রঙ্গ রস আর কৌতুকে
মুচকি হাসি হাসে জামাই 
মোটা দানের যৌতুকে! 

 

দাদা হাসেন মৃদু হাসি
পেয়ে গরম কফি 
নতুন খেলনা পেয়ে হাসে 
ছোট্ট খোকন নফি। 

 

মায়ের কোলে শিশুর প্রথম 
হাসির বুলি শেখা 
পথশিশুর মলিন মুখে 
মৃদু হাসির রেখা। 

 

হাসির লক্ষ কারণ থাকে 
মৃদু হাসিই সেরা 
মন্দ ভালোই ভুবন টা হোক
হাসাহাসি ঘেরা।