আসুন গাছ লাগাই

গাছ মানুষের পরম বন্ধু
দেয় না কোন ছল,
ওদের জন্যই পেলাম সবে
বাহারি সব ফল।
টক মিষ্টি আর রসে ভরা
নানা স্বাদের ঘ্রাণ,
দরকারি সব আসবাবপত্র
সব'ই গাছের দান।
লতাপাতায় রোগ সারে তা
শাস্ত্র মতে পাই,
গুণ নেই কোন এমন বৃক্ষ
এই দুনিয়া'য় নাই।
ঝড়- বন্যাতে রক্ষা পেতে
বৃক্ষের অবদান,
গাছ আছে তাই মিষ্টি সুরে
পাখি শোনায় গান।
অক্সিজেনের বড় মাধ্যম
বৃক্ষ মাঝে পাই,
দম ছাড়া কি জীবন বাঁচে?
কোন উপায় নাই।
বৃক্ষরোপণ করবো মোরা
আসুন করি পণ,
প্রকৃতি আর প্রাণীকুলে
রবে না আর রণ।