ভেঙে মোর ঘরের চাবি
চোখে চোখে কি করিস রে ঈশারা
ঘুড়ির মতো ডানা-কাঁপে ফরফর
' সদাই ধেয়ানে চাহে মেঘপানে
না চলে নয়ন তারা '
তারারন্ধ্রে এসে, জুড়ে বসে,সালঙ্কারা
দেমাকী পাহারা
বলো তো মেঘ, আমার কৃষ্ণ কোথায় ?
বলো তো গাছ, তুমি রাধাকে দেখেছো ?
পদ্মবনে দুস্টুমুখী, রাধারে পাইয়া
তবে কি বাসনায়, পদ্মমূলে রাখিলো লুকাইয়া
বলো তো পদ্ম, কোনমুখে তারে খুঁজি ?
মৌন, যেদিকে তাকায়, সর্বত্রই আছে বুঝি
যেমন ভাসমান জল, যেমন তার তল
যেমন স্ফুলিঙ্গ, বাঁকে বাঁকে তার সঙ্গ
তবু যে হায়, খুঁজে না পায়, চোখে চোখ
পরানে পরান হারায়, ' ওহে রাধারানী
তোর তো ভারি অহংকার ! ', ওহে সখীগণ
এই অহং টা কার ? এই অহং টা হোলো তার
যে আমার চাবি লুকিয়ে রেখে, বন্ধ-ঘরে
তালা খোলার, দিয়েছে অধিকার…