ভুলি নাই মাঝি

জীবন মাঝি… ওও জীবন মাঝি…
মন খারাপ না থাইকা খেয়া পার করতে হও রাজি
আমারে চিনতে পারোনি বুঝি?
গাঁ এর শেষ মাথার বাড়িটা সোজাসুজি।
লঞ্চ ঘাটের গমগম শব্দে মনটা বুঝি ভার?
ধূর মাঝি আমি তো আছি তোমার নায়েই হবো সওয়ার?
মাঝ নদীর শাপলা তুলে মালা যদি গাঁথি
কও মাঝি নিবা কিনা হাত দুইটা পাতি
সেই যে কবে তোমার গানে পাগল আমার মন
চাঁদনী রাইতে আমায় নিবার করেছিলে পণ।
এখন যে আর নাও দৌড়ানির শখ দেখি নাই
মাঝি তোমার মনের কপাট খুইল্যা দেখো চাই।
মনটা দেখি ভীষণ ভার, গাও না আর গান ,
কথা বলার ছুতা খুঁজি ভাঙ্গতে তোমার মান
তোমার গলার মধুর সুরে জুড়াবো এই প্রাণ,
নাওটা ছাড়ো, দেখি ধরো, ভাওয়াইয়া কোন টান।
জানি তুমি দুঃখ পাইছো সানাই যখন বাজে
বছর দুই কামলা খেটে আসছো যখন সাঁঝে।
সঙ্গে একটা পোলা আনছি দিছে উপহারে
বাপে ওর কই যে গেছে ছাইরা আমারে
স্মৃতিগুলি বড্ড পাজি পিছু না ছাড়ে
মাঝির কথা মনে পরে রাত যখন বাড়ে।
যদিও আমার ভুল ছিলো পরান তাই কাঁদে
তোমার বুঝি ছিলোনা ভুল ছুঁয়ে কও হাতে।
সেই দিন যদি সাহস করে ধরতে এই হাত
সত্যি কইলাম ছুইয়া মাঝি খাইতাম তোর ভাত।