Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা আমার বাবা

বাবা তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
মন চাইলেও দেখতে পাইনা
কষ্ট বুকটা জুড়ে।

 

খোদার দেশে থাকো বাবা
জানি আছো সুখে,
জীবন যুদ্ধে বেঁচে আছি
অন্তরজ্বলা দুঃখে।

 

এই জগতে তোমার মতো
আপন কোথাও যে নাই,
শুণ্যতা আর পূরণ হয়না
দেয়না যে কেউ আর ঠাঁই।

 

তুমি ছিলে মন মদিনায়
মা ছিল দিল ক্বাবা,
ভবো মাঝে এতিম হলাম
হারালাম সব বাবা।

 

কন্যা'র মাঝে মা'কে খুঁজি
পুত্রে পাইনা তোমায়,
দাদু'রা কই জিজ্ঞাসিলে
অশ্রু আমায় কাঁদায়।

 

বাবা-মাকে স্বর্গে রেখো
বিধির প্রতি দাবি,
এতিমের হাত কবুল করো
বাবা মোর মূল নাভি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ