Skip to content

রেইনকোর্ট

রেইনকোর্ট

জলভরা মেঘের আষাঢ় 
রিনিঝিনি টুপটাপ, 
মেঘেদের ঝাড়বাতি 
মনে জমে চুপচাপ ! 

 

সাড়ে সাতটায় ছোঁয় 
ঘড়িটাও ঠিক ঠিক,
সন্ধ্যা বৃষ্টির আহ্বানে মন
হয় রোমান্টিক। 

 

জমা ঝরে যায় লোনাজল,
সুর তোলা বৃষ্টিতে জাগে
প্রেম কোলাহল।
 

 

কদমের ডালে ভিজে
গাঙশালিকের জোট, 
মেঘালয় থেকে ফিরো
পরে এসো রেইনকোর্ট।