রেইনকোর্ট
জলভরা মেঘের আষাঢ়
রিনিঝিনি টুপটাপ,
মেঘেদের ঝাড়বাতি
মনে জমে চুপচাপ !
সাড়ে সাতটায় ছোঁয়
ঘড়িটাও ঠিক ঠিক,
সন্ধ্যা বৃষ্টির আহ্বানে মন
হয় রোমান্টিক।
জমা ঝরে যায় লোনাজল,
সুর তোলা বৃষ্টিতে জাগে
প্রেম কোলাহল।
কদমের ডালে ভিজে
গাঙশালিকের জোট,
মেঘালয় থেকে ফিরো
পরে এসো রেইনকোর্ট।