Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি মিশন

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে ডাকে 
বাদলা দিনের হাটে,
কালনী এলো বৃষ্টি নিয়ে
মেঘ জমেছে মাঠে।

 

পাখপাখালি ঝিম ধরেছে
গাছের শাখে-শাখে,
বৃষ্টি মিশন শীতল হাওয়া
ভেজা অঙ্গে মাখে।

 

কাদামাটি ছড়িয়ে গেছে
রাস্তা থেকে বাড়ি,
ছাতা মাথায় জনে-জনে
চলছে সারি সারি। 

 

সূর্য মামা লুকিয়ে আছে
মেঘলা দিনে সাজে,
টাপুরটুপুর বৃষ্টি মিশন
টিনের চালে বাজে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ