বাংলাদেশের কণ্ঠ
তোমার কণ্ঠে জাগ্রত হয়, গোটা বাংলাদেশ
রাত্রি যাদের ঘুম কেড়েছে, মায়ের বুকে ক্লেশ
কাকপক্ষী কানাকানি, প্রেরণা বেতারবাণী
বাঙালির প্রাণ, বাঙালির মন, মুক্তির হাতছানি
একাত্তরের মুক্তিযুদ্ধে, গোটা দেশ উত্তাল
তোমার কণ্ঠে বর্ম পরে, বাঙালি ধরেছে ঢাল
একটি ফুলকে বাঁচাবে বলে, হাতে হাতে অস্ত্র
একটি মুখের হাসির জন্য, সংগ্রাম সশস্ত্র
তোমার কণ্ঠে সতর্ক হয়, যতসব রাজাকার
দেশ বিক্রির দালাল যারা, ধর্মের নামে নচ্ছার
তোমার কণ্ঠে খান খান হয়, ইয়াহিয়া যত খান
ওদের হাতে বুলেট আছে, আমাদের বুকে শ্লোগান
তোমার কণ্ঠে ঘরে ঘরে, লক্ষ শেখ মুজিব
পদ্মা মেঘনা যমুনার বুকে , রক্তে রননজিৎ
কণ্ঠে তোমার বিজয় আসে, ষোলোয় ডিসেম্বরে
ঘুম পাড়ানি মাসিপিসি, শোকগাথা নিয়ে ঘরে
জাগিয়ে রাখে আমাদের, ভবিষ্যৎ এর দিকে
তোমার কণ্ঠ কবিতার মতো, ইতিহাস যায় লিখে
তোমার কণ্ঠে সবুজের বুকে, সূর্য উঠেছে লাল
বাংলাদেশের কণ্ঠ তুমি, ভাষা দেবদুলাল