নৈঃশব্দ্যের অহংকার
'but man is not made for defeat.
A man can be destroyed but not defeated '
– Earnest hemingway
হারিয়ে যাওয়া মানুষ তোরে
যখন কেউ ডাকবে না আর
আলোর সূত্র ধরে
অন্ধকারে মৌনব্রত, মরণ খুলির পরে
বুকের ভিতর বন্ধী যদি, ঘুমন্ত এক
উড়ন্ত, বক পাখি
অন্ধকারে, প্রাণ উদাসীন
লড়ে, বাঁচবি নাকি ?
বাঁচতে যদি চাস, অমনি ধরে
গাপুস গুপুস, দু 'একটা মাছ খাস
মাছের পেটে, জলের কণা
জলে, সুপ্ত আলোর চাষ
ও মন আমার, এবার তবে, আলোর দেশে যাস
আগ্নেয়গিরীর জ্বালামুখে, দেখবি লাভা স্রোত
সূর্য গিলে, ছুটছে আগুন, কে করবে তারে রোধ ?
হিম্মত হেতো, সামনে আও, ওরে সামনে আসিস কে ?
রুখতে যদি চাস,
ও মন আমার, এবার হাতে, জ্ঞানের মশাল তুলে নে
আলো তাপে, কীট পালাবে
বলবে পালা, আগুন এসেছে
অন্ধকারে মরাগাঙে, জোয়ার এসেছে
আলো সূত্র ধরে, বাঁচবো সবাই নিজের মতো
বাঁচার মতো করে