সময়
আমাদের সৎকার নেই
আমাদের চিৎকার নেই, মারণঅসুখ
লাশের পর লাশ, ভেসে চলেছে গঙ্গায়
জীবনজুড়ে এতো দহন
সীমারেখা জুড়ে গণজনতার সংবহন
মৃত্যুর পরেও, এর শেষ কোথায় ?
মাটির ওপর তবে কি করে চলেছি জীবাণুর চাষ
রাষ্ট্রযন্ত্ৰ শিখিয়েছে শুধু আবেগ আর প্রাণঢালা উচ্ছ্বাস
ভূখণ্ডের স্নায়ুর ভিতর
হিমশীতল ঠান্ডাযুদ্ধের কোন প্রতিষেধক নাই